প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার ভোর ৪টার দিকে কে বা কারা ঘুমন্ত অবস্থায় তিলোত্তমা মন্ডলকে ধারালো দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। দায়ের কোপে তিলোত্তমার বোন দীপিকা মিস্ত্রী (৪৫) ও দুলাভাই প্রকাশ মিস্ত্রী (৫৮) আহত হয়েছেন। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের স্বজন ও এলাকাবাসী জানান, তিলোত্তমা বোনের বাড়িতে বেড়াতে এসেছিল। রাতে সবাই ঘুমিয়ে পড়লে কে বা কারা তাদের দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। দায়ের কোপে তিলোত্তমা নিহত হন। তার বোন ও দুলাভাই আহত হন।
বটিয়াঘাটা থানার ওসি মোহাম্মদ শাহ জালাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন , আহত প্রকাশের ভাষ্য মতে সৎভাইয়ের সাথে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে। প্রকাশ ও তার স্ত্রীকে কুপিয়ে আহত করা হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।