UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বদলী শ্রমিকদের সমুদয় পাওনা পরিশোধের দাবিতে খালিশপুরে মানববন্ধন

usharalo
মার্চ ৩, ২০২১ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : রাষ্ট্রায়ত্ত পাটকলের বদলী, অস্থায়ী, দৈনিক ভিত্তিক শ্রমিকদের যাবতীয় পাওনা এককালিন পরিশোধ ও শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধসহ রাষ্ট্রীয় মালিকানাধীনে পাটকল চালুকরণের দাবিতে খালিশপুরে মানববন্ধন করেছে শ্রমিকরা। বুধবার (০৩ মার্চ) সকালে খালিশপুর জুট ওয়ার্কার্স ইনস্টিটিউটের সামনে বিআইডিসি সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। রাষ্ট্রায়ত্ত পাটকলের বদলী, অস্থায়ী, দৈনিক ভিত্তিক শ্রমিক সমন্বয় আঞ্চলিক কমিটি এ কর্মসূচির আয়োজক।
সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক ইলিয়াছ হোসেন। আঃ রাজ্জাকের পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন প্লাটিনাম জুট মিল সিবিএর সাবেক সভাপতি খলিলুর রহমান, বাসদের জর্নান্দন দত্ত নান্টু, সিপিবির এস এ রশিদ, শফিকুল ইসলাম চন্দন, মনির চৌধুরি সোহেল, মোহাম্মদ আলী টুটুল, আলামীন হোসেন, দোলন, শ্যামল, শ্রমিক নেতা সমশের আলী, কারাবরণকারী শ্রমিক নেতা নুরুল ইসলাম, গাজী হামজা, আঃ রাজ্জাক, রফিকুজ্জামান, আলমগীর হোসেন, ইমরান, সুজন, ইকলাস প্রমুখ। সমাবেশে ডিজিটাল নিরাপত্তা আইনের গ্রেফতারকৃত রুহুল আমিনের মুক্তির দাবি করা হয়।