UsharAlo logo
রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার : তেরখাদায় এমপি সালাম মুর্শিদী।

koushikkln
জুলাই ৭, ২০২২ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে, তারই সাহসী পদক্ষেপে বাস্তবায়িত হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্নের পদ্মা সেতু, যার সুফল ইতিমধ্য আপনারা ভোগ করেছেন উন্মোচিত হচ্ছে নতুন নতুন অর্থনৈতিক ও কর্মসংস্থানের দোয়ার।
তিনি আরো বলেন বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে ভৌত অবকাঠামো, শিক্ষা উপকরণ, প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ, ক্রীড়া বিষয় সহ সকল ক্ষেত্রে আবুতপূর্ব উন্নয়ন করে চলছে যার ফলে বিশ্ব দরবারে দেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান রূপ নিয়েছে শিক্ষা বান্ধব হিসেবে। এ কথাগুলি জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার বিতরণ  অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে  একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানার পরিচালনায় উপজেলা পরিষদের হলরুমে গত মঙ্গলবার (০৫ জুলাই) বিকাল তিনটায় স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফাত হোসেন মুক্তি,ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুহেনা মনিরুল হক মন্টু,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, মোঃ রনি মোল্লা, মোঃ আজিজুর রহমান রুবেল,মোঃ সাইফুল কাজী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গণ শিক্ষার্থীবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।