UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাঁশখালীতে শ্রমিক হত্যার প্রতিবাদে খুলনায় বাসদের মানববন্ধন

ঊষার আলো
এপ্রিল ১৮, ২০২১ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : চট্টগ্রামের বাঁশখালীতে শ্রমিকদের উপর পুলিশের গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে রবিবার(১৮ এপ্রিল) বেলা ১১টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা শাখা। বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সভাপতি আব্দুল করিম, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম খুলনা জেলা সভাপতি কোহিনুর আক্তার কণা, শ্রমিক নেতা আব্দুল হাই, ইলিয়াস আকন, শহিদুল শিকদার মনির, বাবুল শেখ, হারুনুর রশীদ, শেখ কবির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খুলনা মহানগর কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক ছাত্রনেতা নভোজ্যোতি সরকার প্রমুখ। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, বাঁশখালীর বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকরা গত কয়েকদিন যাবত রমযানে বিকেল ৫টার মধ্যে ছুটি, ইফতারির জন্য অর্থ বরাদ্দ, মাসের বেতন ৫-১০ তারিখের মধ্যে প্রদান, যখন-তখন ছাঁটাই বন্ধ এবং ছাঁটাইকৃত শ্রমিকদের আইনানুযায়ী সমুদয় পাওনা পরিশোধসহ ১০ দফা যৌক্তিক দাবীতে আন্দোলন করে আসছিল। সে প্রেক্ষাপটে গতকাল ১৭ এপ্রিল সকালে যখন শ্রমিকরা মালিক পক্ষের সাথে বৈঠক করছিল তখন বিদ্যুৎ কেন্দ্রের অফিস ঘরের বাইরে সমবেত শ্রমিকদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের হামলা, গুলিবর্ষণে ৫ জন শ্রমিক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং অর্ধশতাধিক শ্রমিক আহত হন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। নেতৃবৃন্দ অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দায়ীদের শাস্তির পাশাপাশি নিহতদের পরিবারবর্গকে আজীবন আয়ের সমান অর্থ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকারের কাছে দাবী জানান।

উল্লেখ্য, এর পূর্বেও ২০১৬ সালে উক্ত কয়লাভিত্তিক বিদ্যুৎ স্থাপনের বিরুদ্ধে স্থানীয় জনগণের আন্দোলনেও পুলিশের গুলিতে অনেক হতাহত হয়েছিল। একই সাথে নেতৃবৃন্দ পরিবেশ বিধ্বংসী সকল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিলের দাবী জানান।

(ঊষার আলো-আরএম)