প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মংলা) কর্তৃক ১৯০ পিস ইয়াবা ও ৯৭০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ০১ জুলাই কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশান কৈখালী কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বংশীপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রেতাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সোনাডাঙ্গার হাফিজ নগরের মোঃ জামাল মাতব্বর (২৫) ও শ্যামনগরের বংশীপুরের মোঃ ফারুক হোসেন (২৮)।
পরবর্তীতে জব্দকৃত ইয়াবা, গাঁজা ও আটককৃত ব্যক্তিদের যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।
(ঊষার আলো-এফএসপি)