তেরখাদা প্রতিনিধি: বাংলাদেশ প্রেসক্লাব তেরখাদা উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস ক্লাব তেরখাদা শাখার আয়োজনে মঙ্গলবার (২২ নভেম্বর) মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সকাল দশটার সময় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তেরখাদা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ প্রেসক্লাবের আহŸায়ক মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে সদস্য সচিব শেখ শফিউল আজম স্বপনের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা বিভাগের আহবায়ক কে এম কামরুজ্জামান জুয়েল। উক্ত সম্মেলনে মোল্লা আজিজুর রহমান কে সভাপতি ও শেখ শফিউল আজম স্বপনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। এতে সহ-সভাপতি হলেন মোঃ রাসেল আহমেদ, এস এম ওবায়দুল্লাহ বাবু,শেখ সেলিম আহমেদ, শেখ মোঃ আনিচুল হক, মোঃ আলাউদ্দিন সিকদার, সহ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নান্নু,সম্পাদক এফ এম তহিদুল ইসলাম, সাংগঠনিক স¤পাদক মোঃ রাকিবুল ইসলাম সহ সাংগঠনিক স¤পাদক মোঃ এনায়েত হোসেন,কোষাধাক্ষ শিবপ্রসাদ সরকার,সদস্য মোঃ লিয়াকত আলী ও মোঃ শওকত আলী।