UsharAlo logo
সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি

usharalodesk
মে ২৪, ২০২১ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি দিচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে তামিমরা। দ্বিতীয় ওয়ানডেতে জিততে পারলে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন পূরণ হবে স্বাগতিকদের। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার (২৫ মে) দুপুর ১টায় ম্যাচটি শুরু হবে। গাজী টিভি ও টি-স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।
অবশ্য বাংলাদেশের সামনে যখন ইতিহাস সৃষ্টির সুযোগ। তখন ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে! ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ম্যাচটিতে বাগড়া দিতে পারে বৃষ্টি!
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ম্যাচ চলার সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। যদিও আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রাজধানীতে বৃষ্টি খুব একটা তীব্র হবে না। তারপরও বৃষ্টি হলে ম্যাচটি পরিত্যক্ত কিংবা কার্টেল ওভারে গড়াতে পারে। সেটি হলেও ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ স্বাগতিকদের সামনে।
কারণ বাংলাদেশ এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৮টি সিরিজ খেলেছে। যার মধ্যে ৬টিতেই হেরেছে। বাকি দুটি সিরিজ বৃষ্টির কারণে ড্র হয়েছে। সেই সিরিজ দুটিতে শ্রীলঙ্কার মাটিতে ২০১৩ সালে ও ২০১৭ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কা একটি করে ম্যাচ জিতেছিল।
তবে গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে বাংলাদেশে দল বিশ্রামে কাটিয়েছে সোমবার (২৪ মে)। অন্যদিকে প্রথম ম্যাচটিতে হেরে শ্রীলঙ্কা নিজেদের ভুলগুলো শুধারাতে মিরপুরে অনুশীলন চালিয়েছে ঠিকই।
এখন মঙ্গলবারের (২৫ মে) ম্যাচটি জিততে হলে আগের ম্যাচের মতোই দল হিসেবে খেলতে হবে স্বাগতিকদের।
সবকিছু ছাপিয়ে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা লঙ্কানদের বিপক্ষে দীর্ঘ সময়ের আক্ষেপ ঘোচানো। এখন ৮টি সিরিজে ব্যর্থ হওয়া বাংলাদেশ নবম সিরিজে এসে সফল হয় কিনা, সেটিই দেখার বিষয়।

(ঊষার আলো-এমএনএস)