UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট ঠিকাদার হত্যাচেষ্টায় খুলনায় মাদকসহ গ্রেপ্তার ১

koushikkln
নভেম্বর ১৬, ২০২১ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : বাগেরহাটের ঠিকাদার মোঃ সিরাজুল ইসলামকে গুলি করে হত্যা চেষ্টা মামলার আসামী আলামীন শেখ (৩৬)কে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ৪০ বোতল ফেন্সিডিলও জব্দ করা হয়েছে। এঘটনায় তার বিরুদ্ধে পৃথকভাবে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হবে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে র‌্যাব-৬’র অধিনায়ক লেঃ কর্নেল মোসতাক আহমদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৮অক্টোবর বিকেলে বাগেরহাটের কৃষ্ণনগর এলাকার মৃত শেখ সামছুর রহমানের ছেলে ঠিকাদার সিরাজুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় সন্ত্রাসীরা। এসময় তার পায়ে একটি গুলি বিদ্ধ হয়। দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এ মামলার অন্যতম আসামি হাড়িখালী এলাকার সেলিম শেখের ছেলে আলামীন শেখকে র‌্যাব-৬ সদস্যরা ১৬ নভেম্বর সকালে খুলনার জিরোপয়েন্ট এলাকা থেকে গ্রেফতার করেছে।