UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে করোনায় আরও ১২২ জন আক্রান্ত

koushikkln
জুন ২৮, ২০২১ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান,বাগেরহাট : বাগেরহাটে গত ২৪ ঘন্টায় (২৮ জুন) নতুন করে আরও ১২২ জন করোনা সংক্রমিত হয়েছেন। ২৬৫ জনের নমুনা পরীক্ষায় ১২২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এতে সংক্রমণের হার ৪৬ দশমিক ০৩ শতাংশ। জেলার সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলা উপজেলায় ১৮ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের পজেটিভ এসেছে। ফলে ওই উপজেলায় ২৪ ঘন্টায় সংক্রমণের হার ৫৫ দশমিক ৫৫ শতাংশ। এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা ভাইরাসে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে সংক্রমিত হওয়ার সংখ্যা দাাঁড়াল ৩ হাজার ১৮০ জনে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ২ হাজার ১০০ জন।

করোনায় আক্রান্ত হয়ে জেলায় মোট মারা গেছেন ৭৯ জন বলে জানিয়েছে বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয়। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির সোমবার সকালে বলেন, বাগেরহাটে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১২২ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় সংক্রমণের হার ৪৬ দশমিক ০৩ শতাংশ। এদিকে স্থানীয়দের বাড়িতে রাখতে এবং বাইরে বেরোনো মানুষদের স্বাস্থ্যবিধি প্রতিপালনে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। স্বাস্থ্যবিধি না মানলে এবং অপ্রয়োজনে বাড়ির বাইরে আসলে তাদের জরিমানা করা হচ্ছে। গত তিন দিনে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময়ে ২১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। আবার কঠোর বিধি-নিষেধের মধ্যে অতি-উৎসাহিত কতিপয় পুলিশ সাধারন মানুষের সাথে অসৌজন্যমূলক আচারন করছে বলে অভিযোগ উঠেছে। শহরতলীর মুনিগঞ্জ সেতু টোল প্লাজার পুলিশ চেক পোষ্টে কর্তব্যরত পুলিশ একাধিক কৃষককে বিএডিসি থেকে বীজ ধান আনতে যেতে দেয়নি বলে কৃষকরা অভিযোগ তুলেছেন। বাগেরহাট জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোহাম্মদ শাহজাহান বলেন, বাগেরহাটে করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গত ২৪ জুন থেকে সাতদিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এই বিধিনিষেধ না মেনে যারা অপ্রয়োজনে বাড়ির বাইরে আসছেন এবং স্বাস্থ্যবিধি প্রতিপালন করছেন না তাদের বিরুদ্ধে মামলাসহ জরিমানা করা হচ্ছে। সংক্রমণরোধে বাগেরহাটের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত প্রতিদিনই মাঠে অভিযান পরিচালনা করছে।