UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে শিশু ধর্ষণের চেষ্টায় কথিত দাদা আটক

usharalodesk
মার্চ ১৯, ২০২১ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট উপজেলার পল্লীতে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টাকালে আটক সম্পর্কে দাদা প্রতিবেশী ইসহাক মোল্লা (৬০) কে শুক্রবার (১৯ মার্চ) সকালে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। ইসহাক মোল্লার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে একটি মামলা দায়ের করা হয়েছে। উপজেলার কাহারপুর গ্রামের ইসহাক মোল্লা বৃহস্পতিবার দুপুরে একটি পুকুরের ঢালে নিয়ে প্রতিবেশী ওই শিশু মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় জনৈক নারী দেখতে পেয়ে ডাক-চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে হাতে-নাতে ইসহাক মোল্লাকে ধরে ফেলে। মোল্লাহাট থানার ওসি কাজি গোলাম কবীর শক্রবার (১৯ মার্চ) সকালে জানান, শিশু ধর্ষণের চেষ্টাকালে এলাকাবাসী ইসহাক মোল্লা নামের একজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে স্পর্শকাতর এ বিষয়ে মেয়েটির পরিবারের অভিযোগের প্রেক্ষিতে রাতে মামলা রেকর্ড করা হয়। আটক ইসহাক মোল্লাকে সকাল ১০টার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ঊষার আলো-এমএনএস