UsharAlo logo
বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটের ডিসি, মোরেলগঞ্জ ইউএনও এবং এসিল্যান্ডসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

pial
নভেম্বর ২৪, ২০২২ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় একটি স-মিলের মালিকানাধীন জমি নিয়ে জটিলতায় জমির প্রকৃত মালিক দাবীদার বাদী হয়ে জেলা প্রশাসক ও মোড়েলগঞ্জ ইউএনও, এসিল্যান্ড এবং সার্ভেয়ার কে বিবাদী করে আদালতে মামলা দায়ের করেছেন। বাগেরহাট জেলা সিনিয়র সহকারী জজ আদালতের বিজ্ঞ বিচারক বাদীর অভিযোগ আমলে নিয়ে বিবাদীদের কারন দর্শানোর জন্য নোটিশ করেছেন।

যা আগামী ২১ কার্য্যদিবসের মধ্যে নোটিশের জবাব প্রদানের নির্দেশ দেয়া হয়। মোড়েলগঞ্জ উপজেলা পুটিখালী ইউনিয়নের মঙ্গলের হাট এলাকার জনতা রাইস এন্ড স-মিল মালিক মোঃ আবুল বাশার বুধবার এ মামলাটি দায়ের করেন। যার দেওয়ানী মামলা নং ৩৮৮/২০২২।

বাদীর মামলার বিবারনে জানা গেছে, উপজেলার পুটিখালী ইউনিয়নের মঙ্গলেরহাট এলাকার “জনতা রাইস এন্ড স-মিল” মালিক মো. আবুল বাশার শেখ পুটিখালী মৌজার এসএ ৩৫৩ খতিয়ানে ১৪৫১, ১৪৫২ ও ১৪৫৩ দাগের বিআরএস ৩৪৫২ দাগের ০.৫২ একর জমি বিগত ২০১২ সালের ১৫ অক্টোবর ৫৭৭১ নং দলিলে ইসাহাক আলী হাওলাদারের কাছ থেকে ক্রয় করে ভোগ দখল করে আসছেন। ওই জমির একটি অংশে তিনি স-মিল স্থাপন করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছেন। হটাৎ করে গত ১৩ নভেম্বের-২০২২ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার কোন প্রকার নোটিশ না দিয়ে জমির মালিক এ মামলার বাদী আবুল বাশারের অনুপস্থিততে জমি পরিমাপ করে লাল নিশান টানিয়ে দেয়। এবং তার স-মিলটি সরিয়ে নেয়ার জন্য নির্দেশনা দেয়। কারণ তার স’মিলটি চরের সরকারি জমিতে স্থাপিত। পরের দিন জমির মালিক উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে স্বাক্ষাত করে তার জমি সিএস রেকর্ডীয় দাগে রয়েছে। যা বিআরএস ৩৪৫২ দাগে পূর্বের মালিক ইসাহাক আলী হাওলাদারের নামে ৭৯৩ নং খতিয়ানে রেকর্ড হয়। সরকারি জমি ও তার ক্রয়কৃত জমি সঠিক সিমানা নির্ধারনের জন্য তিনি জমিটি পুনরায় পরিমাপের জন্য অনরোধ সত্ত্বেও নির্বাহী কর্মকর্তা সে বিষয় কর্নপাত না করে তার মিলটি সরিয়ে নিতে বলেন এবং বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

এ ঘটনার পরপরই জমির মালিক আবুল বাশার শেখ বাগেরহাট বিজ্ঞ সহকারী জজ আদালতে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও সার্ভেয়ারকে বিবাদী করে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে বাদির আবেদনের প্রেক্ষিতে বিবাদী গনের বিরুদ্ধে তফসিল বর্নিত জমিতে মামলা চলাকালিন কেন অস্থায়ী ও অর্ন্তবর্তীকালিন নিশেধাজ্ঞার আদেশ প্রদান করা হবে না তা অত্র নোটিশ প্রাপ্তির ২১ দিনের মধ্যে বিবাদী পক্ষকে কারণ দর্শানোর জন্য আদেশ প্রদান করেন। ঘটনা বিষয়ে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, পুটিখালী মঙ্গলেরহাট এলাকায় এসএ রেকর্ড অনুযায়ী উক্ত স-মিলের জমিতে পূর্বে খাল ছিল। খালটি ভরাট করে বে-দখল করে নেয়া হয়েছে। খালের জমি কখনও মালিকানাধীন হতে পারে না। আর বিআরএস রেকর্ড কর্তন করা হবে।

(ঊষার আলো-এফএসপি)