বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট থানা পুলিশের অভিযানে চোরাই মালামালসহ ৩ যুবক গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার আটজুড়ি গ্রামের দিপু ঢালীর ছেলে সৌরভ ঢালী (২১), একই এলাকার শ্যামল মজুমদারের ছেলে উজ্জল মজুমদার (২১) ও গোপাল মন্ডলের ছেলে সাধন মন্ডল (২২)। সোমবার সকালে তাদের আদলতে প্রেরন করা হয়েছে। মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ জানান, সম্প্রতিক সময়ে মোল্লাহাট থানা এলাকায় চোরের উপদ্রপ বৃদ্ধি পাওয়ায় পুলিশ সুপারের নির্দেশনায় এলাকায় পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়।
এরই ধারাবাহিকতায় রবিবার উপজেলার আটজুড়ি ইউপি এলাকায় জনগনের সহযোগীতায় ৩ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে চোরাইকৃত স্যোলার ব্যাটারী, পানি উত্তোলন করা মটর, ফ্যান, ইলেকট্রিক তারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় দীর্ঘদিন যাবত এলাকা হইতে বিভিন্ন ধরনের মালামাল চুরি করিয়া আসছিল। আসামীদের বিরুদ্ধে মোল্লাহাট থানায় নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে।
(ঊষার আলো-এফএসপি)