বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ট্রলার থেকে খালে পড়ে নিখোঁজ হওয়া তরুন ইয়াছিন জোমাদ্দার (১৭) এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন খালে তল্লাশি করে ইয়াসিনের মৃতদেহ উদ্ধার করে। সে উপজেলার খাউলিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাজার সংলগ্ন খালে পড়ে এদিন সন্ধ্যা ৭ টার দিকে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয়। ইয়াছিন জোমাদ্দার পার্শ্ববর্তী পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার চর-বলেশ্বর গ্রামের কৃষক নুরুজ্জামান জোমাদ্দারের ছেলে। ইয়াছিনের মা সাহিদা বেগম জানান, তার ছেলে সোমবার ইন্দুরকানি থেকে ট্রলারে করে কলা বিক্রির উদ্দেশে মোরেলগঞ্জের চেয়ারম্যান বাজারে যান। সেখানে ট্রলারটি ব্রিজের সাথে ধাক্কা লাগলে ইয়াছিন খালে পড়ে যায়।
এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ইয়াছিনের মৃত্যু দুর্ঘটনাজনিত। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। রাতেই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
(ঊষার আলো-এফএসপি)