UsharAlo logo
রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাঙালিদের দমিয়ে না রাখতে পারার প্রতীক পদ্মা সেতু

pial
জুন ৩, ২০২২ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, ‌“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘বাঙালিদের কেউ দমিয়ে রাখতে পারবে না’। পদ্মা সেতু হচ্ছে বাঙালিদের দমিয়ে রাখতে না পারার প্রতীক। বাঙালি জাতি কারো কাছে মাথা নত করেনি আর কোনোদিন করবেও না।”

শুক্রবার (৩ জুন) বিকালে শরীয়তপুরের সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বর্ধিত সভা এবং সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূর্চিতে ঢাকার বাসা থেকে ভার্চয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ সকল কথা বলেন তিনি।

এনামুল হক শামীম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের মাথা উঁচু করে চলতে শিখিয়েছেন। শত বাঁধা-বিপত্তি, দেশি-বিদেশি ষড়যন্ত্র-চক্রান্ত উপেক্ষা করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। তিনি সততায় সেরা, মেধায় সেরা, দক্ষতায় সেরা। সেরাদের সেরা প্রধানমন্ত্রী হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা।’

তিনি বলেন, ‘পদ্মা সেতু বাঙালির গর্বের প্রতীক, মাথা উঁচু করে দাঁড়াবার প্রতীক। এই প্রতীক যুগ যুগ ধরে বাঙালিকে সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। পদ্মা সেতু আমাদের স্বপ্ন ছিল। সে স্বপ্ন এখন বাস্তব। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এটা দেশের মানুষের জন্য গর্ব করার মতো বিষয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তা ও বিচক্ষণতার ফসল এই পদ্মা সেতু। আর এর মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে, নিঃসন্দেহে এটা বিশাল অর্জন।’

(ঊষার আলো-এসএইস)