UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বানারীপাড়া সদর ইউনিয়নে সালাম মামুন ও সন্ধ্যা প্যানেল চেয়ারম্যান 

koushikkln
জুলাই ১৫, ২০২১ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সদর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ. জলিল ঘরামীর কক্ষে ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত এ  নির্বাচনে ইউপি সদস্য আ. সালাম হাওলাদার ৬ ভোট পেয়ে প্রথম ও আব্দুল্লাহ আল-মামুন মল্লিক ৪ ভোট পেয়ে দ্বিতীয় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অপর দু’প্রার্থী ইউপি সদস্য সুধীর রায় ও শওকত হোসেন শাওন ৩ ভোট করে পান। এছাড়া সংরক্ষিত নারী ইউপি সদস্য সন্ধ্যা রাণী মিস্ত্রি বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন।
এসময় ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী,ইউপি সচিব মো. শাখাওয়াত হোসেন,আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম পরি (পরিতোষ গাইন),বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।