UsharAlo logo
রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বানারীপাড়ায় জমি নিয়ে বিরোধে আওয়ামী লীগ নেতার গুলি

pial
জুলাই ২, ২০২২ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় নরোত্তমপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ফারুক হোসেন সরদারের বিরুদ্ধে পিস্তল দিয়ে এক রাউন্ড গুলি করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১ জুলাই) বিকাল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবর্ষনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের আ. রশিদ সরদার ও প্রতিবেশী ইউনুস হাওলাদারের পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে  প্রায় ৬০/৭০ বছর ধরে বিরোধ চলে আসছে। তাদের মৃত্যর পরে আ. রশিদ সরদারের ছেলে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ফারুক হোসেন সরদারের পরিবারের সঙ্গে ইউনুস হাওলাদারের ছেলে কাঞ্চন হাওলাদারের পরিবারের বিরোধ অব্যাহত থাকে।

১ জুলাই বিকালে ফারুক হোসেন সরদার ও  তার অপর তিন ভাই বিরোধপূর্ণ ওই জমিতে সীমানা পিলার দিতে গেলে কাঞ্চন হাওলাদার ও তার পরিবারের লোকজন তাতে বাধা দেয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে ফারুক হোসেন সরদার তার লাইসেন্সকৃত পিস্তল দিয়ে এক রাউন্ড গুলি করেন।

কাঞ্চন হাওলাদারের ভাই আজিজ হাওলাদার দাবি করেন তার ভাইয়ের ছেলে মাসুমকে লক্ষ্য করে গুলি করা হলে তিনি ফারুক সরদারকে ধাক্কা দিলে তা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় মাসুম  প্রাণে বেঁচে যান।

আজিজ হাওলাদার জানান ফারুক হোসেন সরদার এসময় তার মাথায় পিস্তল ঠেঁকিয়ে গুলি করার হুমকি দেয়। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ফারুক হোসেন সরদার দাবি করেন অবস্থা বেগতিক দেখে পরিস্থিতি শান্ত করতে তিনি তার লাইসেন্সকৃত পিস্তল দিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি করেছেন।

তিনিসহ প্রতিপক্ষের হামলায় তার ভাই হুমায়ুন কবির সরদার (৩৮),মামুন সরদার (৩২) ও হুমায়ুন কবিরের স্ত্রী মুক্তা (২৫) আহত হয়েছেন বলেও জানান।

এদিকে প্রতিপক্ষের কাঞ্চন হাওলাদার (৫৫),তার ভাই আজিজ হাওলাদার  (৬২),ভাতিজা মাসুম (৩২),রাসেল (২৮),ভাইয়ের স্ত্রী পারভীন বেগম (৫৫),মেয়ে ফারজানা (২৫) আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পরে ফারুক হোসেন সরদার প্রতিপক্ষদের বিরুদ্ধে অভিযোগ দিতে থানায় আসেন বলে জানা গেছে। এদিকে খবর পেয়ে রাত পৌনে ১১টার দিকে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন ও ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেন।

এসময় সেখানে ফারুক হোসেন সরদার উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, মাটিতে এক রাউন্ড ব্ল্যাঙ্ক গুলির ঘটনা ঘটেছে অনুসন্ধানপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঊষার আলো-এফএসপি)