UsharAlo logo
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বানারীপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

pial
জুলাই ২৪, ২০২২ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় ‘নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে প্রতিপাদ্য বিষয় করে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল-আমিন, সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী,বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন।

এছাড়াও বক্তৃতা করেন উপজেলা মৎস্য সমিতির সভাপতি আঃ সালাম বাহাদুর,মৎস্য জীবী হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান, সুনীল,সুকুমার প্রমুখ। বরিশাল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এস.মিজানুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা,যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন,যুবলীগ নেতা মহসিন রেজা,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার তিন জন সফল মৎস্য চাষিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

(ঊষার আলো-এফএসপি)