UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বানারীপাড়ায় বিশিষ্ট ব্যবসায়ী ফজলুর রহমান আর নেই

ঊষার আলো
জুন ২৫, ২০২১ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ার বাইশারী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বালীপাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মো. ফজলুর রহমান (৬৫) আর নেই। শুক্রবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি বরিশালের নিজ বাসায় স্ট্রোক করেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম ফজলুর রহমান উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আ. মালেক মিয়ার ছোট ভাই। তার মৃত্যুতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান আ. মন্নান মৃধা, বাইশারী ইউপি চেয়ারম্যান শ্যামল চক্রবর্ত্তী, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সহ-সভাপতি প্রভাষক মামুন আহমেদ ও সাধারণ সম্পাদক সুজন মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
(ঊষার আলো-এমএনএস)