UsharAlo logo
রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বানারীপাড়ায় শিশুর অধিকার সুরক্ষা বিষয়ে ওরিয়েন্টেশন

koushikkln
জুলাই ২০, ২০২২ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় শিশুর অধিকার সুরক্ষা ও শিশুর প্রতি সংহিসতা প্রতিরোধে অ্যাডভোকেসি অ্যান্ড  ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

২০ জুলাই বুধবার বিকাল ৪টায় পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া পৌরসভার মেয়র আ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল।

বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশনের (পাইলট) প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত হাওলাদার,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মৃধা। স্বাগত বক্তৃতা করেন জেলা সহকারি তথ্য অফিসার লেলিন বালা।

জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় এছাড়াও বক্তৃতা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা,পৌর কাউন্সিলর গৌতম সমদ্দার ও  জাহিদ হোসেন,আজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাসানাত হোসেন,উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ এনামুল কবির প্রমুখ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র অধ্যাপক এমাম হোসেন,উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এস.মিজানুল ইসলাম প্রমুখ।