UsharAlo logo
সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বানারীপাড়ায় স্কুল সভাপতির বাসায় দুর্ধর্ষ চুরি: টাকা ও স্বর্ণালঙ্কার লুট

ঊষার আলো
জুলাই ২৫, ২০২১ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বানারীপাড়া পৌর শহরের ২নং ওয়ার্ডের কেন্দ্রীয় ঈদগাহ্ সংলগ্ন মোল্লাবাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শনিবার (২৪ জুলাই) দিবাগত গভীর রাতের কোনো এক সময় শামসুল হক বেপারীর বাড়ির নিচ তলার ভাড়াটিয়া পশ্চিম জিরারকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. মঞ্জুরুল আলমের বাসায় এ চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরচক্র বাড়ির কলাপসিবলগেটের তালা কেটে ভিতরে প্রবেশ করে । পরে ওই বাসার প্রতিটি রুমের তালা ও আলমারি ভেঙে সব মালামাল তছনছ করে এবং আনুমানিক দুই লক্ষাধিক নগদ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালঙ্কারসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়।

জানা যায়, বাসার মালিক মঞ্জুরুল আলম পবিত্র ঈদ-উল- আজহার আগের দিন ২০ জুলাই ঈদ উদযাপনে সপরিবারে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রবিবার (২৫ জুলাই) সকালে বাড়ির মালিকের ফোন পেয়ে চলে আসেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে। বাসার সামনে থাকা সিসিটিভির ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে। এদিকে একই রাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হুমায়ুন কবিরের ভাড়াটিয়া তুহিনের বাসায়ও তালা ভেঙ্গে চুরি সংঘটিত হয়েছে।
(ঊষার আলো-এমএনএস)