শেখ কামাল স্মৃতি ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে এবং খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শেখ কামাল স্মৃতি ফুটবল একাডেমি।
শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় নগরীর সোনাডাঙ্গাস্থ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় শেখ কামাল স্মৃতি ফুটবল একাডেমি ও দেবাশিষ ফুটবল একাডেমি পাইকগাছা। খেলায় শেখ কামাল স্মৃতি ফুটবল একাডেমি ৩-১ গোলে দেবাশিষ ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শেখ কামাল স্মৃতি ফুটবল একাডেমির পক্ষে গোল ৩টি করেন আশিক, নাসিরুল্লাহ ও মুমিন। দেবাশিষ ফুটবল একাডেমির হয়ে একমাত্র গোলটি করেন রাকিব। খেলা দু’টির ম্যাচ অফিসিয়াল ছিলেন আমানত হালদার। ফুটবল ফেডারেশনের প্রতিনিধি ছিলেন মো. খালিদ সাইফুল্লাহ।
খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বহী সদস্য ও খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আলহাজ¦ এডভোকেট মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম-পরিচালক এস এম শাহ হাবিবুর রহমান, উপপরিচালক মো. আবুল হোসেন হাওলাদার, জেলা ক্রীড়া অফিসার বকতিয়ার রহমান গাজী।
খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. ইউসুফ আলীর সভাতিত্বে এবং সান স্পোটিং ক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম টুটুলের পরিচালনায় মাঠে উপস্থিত ছিলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক জিএম রেজাউল ইসলাম, জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. নুরুল ইসলাম খান কালু, কার্যনির্বাহী সদস্য মো. মনিরুজ্জামান মহসীন, এসবিআলী ফুটবল একাডেমির সভাপতি বাবুল হোসেন বাবলা, সাধারন সম্পাদক শেখ আলাউদ্দিন নাসিম, নৃপেন রায়, অপুর্ব মল্লিক, জিয়া, শিমুলসহ বিপুল সংখ্যক দর্শক।