UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিউটিফিকেশন এন্ড পার্লার ম্যানেজমেন্ট প্রশিক্ষণের সমাপনী, সনদ বিতরণ

koushikkln
নভেম্বর ২২, ২০২২ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে অ্যাসোসিয়েশ অব বিউটি সেলুন ওনার্স (অ্যাবসো) এর সহযোগিতায় ৫ দিন ব্যাপী বিউটিফিকেশন এন্ড পার্লার ম্যানেজমেন্ট প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।

২২ নভেম্বর মঙ্গলবার বেলা সারে ১২ টার সময় গ্লোরিয়াস স্কিন কেয়ার এন্ড ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণের আয়োজন করা হয়। অ্যাসোসিয়েশন অব বিউটি সেলুন ওনার্স (অ্যাবসো)-এর খুলনা বিভাগীয় প্রেসিডেন্ট আঞ্জুমান আরা মুন্নি এর সভাপতিত্বে ও খুলনা বিভাগীয় সেক্রেটারি রুকসানা জাহান-এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক আঞ্চলিক অফিসার তাহেরা নাসরিন, অ্যাবসো কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি ফারজানা ইসলাম, কেন্দ্রীয় কমিটির ট্রেজারার সুমা মন্ডল, কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি ফারহানা সুলতানা মিম্মা, অ্যাবসো’র খুলনা বিভাগীয় উপদেষ্টা আনোয়ারা খাতুন আন্না। অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন অ্যালেন বিউটি পার্লার এর স্বতাধিকারী এবং অ্যাবসো কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট সাদিয়া তাজমিন দোলা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব বিউটি সেলুন ওনার্স (অ্যাবসো)-এর খুলনা বিভাগীয় ভাইস প্রেসিডেন্ট রুমানা আফরোজ ন্যেন্সি, মিলি বাড়ই, ট্রাজারার জেসমিন, কার্যকারি সদস্য ফাতেমা খাতুন, খাদিজা পারভীন শান্তা, মৌসুমি রশিদ, শানু আক্তার প্রমুখ।
উল্লেখ্য ৫ দিন ব্যাপী বিউটিফিকেশন এন্ড পার্লার ম্যানেজমেন্ট প্রশিক্ষণে মোট ৩০ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করেন।