UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি নেতা আব্দুর রকিবের মায়ের মৃত্যুতে শোক

ঊষার আলো
অক্টোবর ২১, ২০২১ ১১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট  ঃ বিএনপি’র খুলনা জেলা শাখার সহ-সভাপতি আব্দুর রকিব মল্লিকের মা জরিনা বেগমের (৭২) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নেতৃবৃন্দ। তিনি বুধবার (২০ অক্টোবর) রাতে সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। গতকাল বাদ জোহর চন্দ্রনী মহল বাজার ঈদগাহ ময়দান প্রাঙ্গনে নামাজের জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

নামাজে জানাজায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর শাখার সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা, নগর বিএনপির সাধারন সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, খান জুলফিকার আলি জুলু, মোল্য খায়রুল ইসলাম, শেখ আবু হোসেন বাবু, এম সাইফুর রহমান মিন্টু, মাস্টার শেখ আইয়ুব আলী, অধ্যাপক মনিরুল হক বাবুল, শরীফ মোজাম্মেল হোসেন, শরীফ ইকবাল হোসেন, ওয়াহিদুজ্জামান রানা, শেখ হেমায়েত হোসেন, মোল্যা নাজমুল হক, মোল্যা মনিরুজ্জামান ও তানভিরুল আজম রুম্মানসহ জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিবৃন্দ। বিএনপি নেতা রকিব মল্লিকের মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ, পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, সিনিয়র সহ-সভাপতি ডাঃ গাজী আব্দুল হক, গাজী তাফছির আহম্মেদ, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল্লা খায়রুল ইসলাম, এ্যাড. শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন, এ্যাড. মাসুম আল রশিদ, শেখ আবু হোসেন বাবু, জিএম কামরুজামান টুকু, কেএম আশরাফুল আলম নান্নু, এ্যাড. এ কে এম শহিদুল আলম, এ্যাড. তছলিমা খাতুন ছন্দা, শেখ শামছুল আলম পিন্টু, মুর্শিদুর রহমান লিটন, মশিউর রহমান যাদু, কাজি মিজানুর রহমান, জাফরী নেওয়াজ চন্দন, ওয়াজউদ্দিন সান্টু, শামছুল বারীক পান্না, রাহাত আলী লাচ্চু ও এনামুল হক সজল প্রমুখ।