UsharAlo logo
মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির এমপিদের পদত্যাগের ঘোষণা

pial
ডিসেম্বর ১০, ২০২২ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির ৭ জন সংসদ সদস্য। ইমেইলের মাধ্যমে স্পিকারকে পদত্যাগপত্র পাঠানো হয়েছে বলে সমাবেশে দেওয়া বক্তব্যে জানান বিএনপি নেতারা।

আজ শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে এসব তথ‌্য জানানো হয়।

বিএনপির ৭জন সংসদ সদস্য হলেন- উকিল আব্দুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২), হারুন-অর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), জি এম সিরাজ (বগুড়া-৭), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), মোশাররফ হোসেন (বগুড়া-৪) এবং রুমিন ফারহানা (সংরক্ষিত নারী আসন)।

রুমিন ফারহানা বলেন, ‘আজকে সংসদ সদস্য পদ হতে পদত্যাগ করে পদত্যাগপত্র ইমেইলে পাঠিয়ে দিয়েছি। আজ হতে শেখ হাসিনার অবৈধ সংসদে আমরা বিএনপি সংসদ সদস‌্যরা আর নেই।’

(ঊষার আলো-এফএসপি)