UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির ৩১ দফার মধ্যেই জনগণের মুক্তি নিহিত আছে : এড. মনা

ঊষার আলো ডেস্ক
এপ্রিল ১৭, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

১৭নং ওয়ার্ড বিএনপির সুধী সমাবেশ

বিএনপির ৩১ দফার মধ্যেই জনগণের মুক্তি নিহিত আছে উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, আওয়ামী সরকার বিগত ১৬ বছরে রাষ্ট্র কাঠামোগুলোকে ধ্বংস করেছে। এ বিধ্বস্ত বাংলাদেশকে মেরামত করে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। রাষ্ট্র মেরামতে আমাদের নেতা তারেক রহমান দুই বছর পূর্বে ৩১ দফা ষোষণা করেছিলেন। এর মধ্যেই রাষ্ট্র সংস্কারের মূল বিষয়গুলো উপস্থাপিত হয়েছে। ৩১ দফা দেশের মানুষের মুক্তির সনদ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে সোনাডাঙ্গা থানার অর্ন্তগত ১৭নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এড. মনা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের এই রুপরেখা বাস্তবায়ন হলে দেশ উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাবে। সাধারণ মানুষের স্বপ্ন পূরণ হবে। বিএনপি ক্ষমতায় এলে জনগণকে সঙ্গে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করবে। এসব দফার রূপরেখার মাধ্যমে আমরা রাষ্ট্র সংস্কার ও মেরামত করে একটি সুন্দর সমাজ ও সুন্দর বাংলাদেশ গড়তে পারব। সেই সুন্দর সমাজ ও বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদেরকে মানুষের কাছে যেতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে।
আজ অনেকেই রাষ্ট্র মেরামতের কথা বলছেন। বিএনপি কিন্তু গত আড়াই বছর আগে সেই কথা জাতির সামনে তুলে ধরেছিল।
প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর প্রকৃত চেহারা উন্মোচিত হয়েছে। ক্ষমতার লোভে তারা কতটুকু বিভৎস হতে পারে তা দেশের মানুষ দেখেছে। দেশপ্রেম নয় তারা ক্ষমতার মোহে আচ্ছন্ন ছিল। তাই ক্ষমতার লোভ তাদের ধ্বংসের পথে নিয়ে গেছে। তাদের ১৬ বছরের দুঃশাসন আইয়ামে জাহেলিয়ার যুগকেও হার মানিয়েছে। বিএনপির ৫০লাখ নেতাকর্মীর বিরুদ্ধে তারা দেড় লাখ মামলা দিয়েছে। ২ হাজারের অধিক নেতাকর্মীকে গুম ও খুন করেছে। কোনো কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ৩০০-৪০০ এর অধিক মামলা। কিন্তু এত হামলা-মামলা ও নির্যাতন-নিপীড়ন সত্ত্বেও গণতন্ত্র পুনঃরুদ্ধারের লড়াই থেকে বিএনপির নেতাকর্মীরা একবিন্দু পিছু হঠেনি। তারা ধ্বংসাত্মক কিংবা অনৈতিক কোনো কর্মকান্ডে লিপ্ত হয়নি। নেতাকর্মীদের এ আত্মত্যাাগের একমাত্র লক্ষ্য ছিল দেশকে ফ্যাসিবাদ মুক্ত এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। তুহিন বলেন, এতদিন একটি স্বৈরাচার সরকার দেশের শাসন ক্ষমতায় চেপে বসেছিল, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে দেশে গণতন্ত্র অনুপস্থিত ছিল, ভোটাধিকার হরন করা হয়েছিল, প্রায় ৪কোটি তরুন এখনো তাদের ভোটাধিকার প্রয়োগেরই সুযোগ পায়নি। জুলাই-আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরেরা পালিয়েছে। আর এই অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছে বিগত ১৬ বছরে বিএনপি ও সমমনাদের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের উপর ভিত্তি করে। আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জাকির ইকবাল বাপ্পি, সাইফুল ইসলাম, ইয়াছিন মোল্লা, ফারুক হোসেন, আহসান মৃধা খোকন, মুসা হোসেন খান, সাইফুল ইসলাম মল্লিক, মুন্নী জামান, মো. বাকার, সাকারুল সুমন, সাগর আহমেদ, মনিরুল ইসলাম, বেল্লাল হোসেন, মিজান, আনিস, রিপন, হুমায়ুন, কালু, ফরহাদ বক্সি, আ হ ম সুলতান প্রমূখ।

ঊআ-বিএস