ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগ এর ২২ তম সম্মেলনে পুনরায় সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় বি এম মোজাম্মেল হক এর সাথে রবিবার (২৪ ডিসেম্বর) ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন খুলনা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ গণতন্ত্রের মানসকণ্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিএমএ সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, সদস্য শিউলি সরোয়ার, মোঃ জামিল খান, যুবনেতা সরদার জাকির হোসেন, ছাত্রনেতা চিশতি নাজমুল বাসার, শ্রমিক নেতা হোসাইন আহমেদ সোহেল প্রমুখ।