UsharAlo logo
রবিবার, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএসটিআই’র অভিযানে ২৫টি মামলায় তিন লাখ ১৮ হাজার টাকা জরিমানা

pial
ডিসেম্বর ৮, ২০২২ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

তথ্যবিবরণী : মানসম্মত পণ্য সামগ্রী ক্রয়-বিক্রয় নিশ্চিতকরণ, ওজন ও পরিমাপে কারচুপিরোধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর খুলনা কার্যালয়ের উদ্যোগে গত নভেম্বর মাসে খুলনা মহানগরীসহ বিভাগের জেলা ও উপজেলার হাট-বাজার এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ১৫টি মোবাইলকোর্ট পরিচলনা করা হয়েছে। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে মোট ২৫টি মামলা দায়ের করে তিন লাখ ১৮ হাজার টাকা জরিমানা আদায়ের মাধ্যমে মামলাগুলো নিষ্পত্তি করা হয়।

এ সময়ে ২৬টি সার্ভিল্যান্স অভিযান পরিচালনাকালে খোলা বাজার থেকে ৪৬টি ও কারখানা থেকে ১১টি ফলের নমুনা সংগ্রহ করে ফরমালিন ও পণ্যের গুণগত মান পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে জমা দেওয়া হয়। যশোরের ঝিকরগাছার মেসার্স ফাইয়াজ ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে নিয়মিত মামলা দায়ের করা হয়। একটি মামলায় খুলনার রূপসায় কেডিএ মাছ বাজারের মেসার্স ভাই ভাই ফিসকে সিএমএম আদালত কর্তৃক ২০ হাজার টাকা অর্থদন্ড ও দুই জনকে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করা হয়।

বিএসটিআই’র এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)