UsharAlo logo
মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিতর্ক প্রতিযোগিতায় সেরা খুলনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়

ঊষার আলো ডেস্ক
মার্চ ১, ২০২৫ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

প্রথমবারের মতো আয়োজিত খুলনা জেলা প্রশাসক অ্যাওয়ার্ড-২০২৫ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ আজ (শনিবার) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সংশ্লিষ্ট বিষয়বস্তুর আলোকে চমৎকার যুক্তি-তর্ক উপস্থাপনের মাধ্যমে প্রতিযোগিতার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল উপভোগ্য হয়েছে। এমন প্রতিযোগিতার আয়োজন জেলা প্রশাসনের একটি প্রশংসনীয় উদ্যোগ। আমি আশা করব এরূপ ইতিবাচক আয়োজনের ধারা আগামীতেও অব্যাহত থাকবে। এরই মাধ্যমে আমাদের আগামী প্রজন্ম যুক্তি নির্ভর ভাবনায় অভ্যস্ত হবে এবং তাদের মেধা আরো শানিত হবে। এর ভিত্তিতে তারা  দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নূরুল হাই মোহাম্মদ আনাছG বিতর্ক প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের মহানগরের আটটি এবং উপজেলা পর্যায়ের নয়টি বিদ্যালয় দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল ও রানার্সআপ হয়  সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় দল।

ঊআ-বিএস