UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিপ্লব সাহা লবের মৃত্যুতে শোকসভা ও প্রার্থনা অনুষ্ঠিত

koushikkln
জুলাই ২১, ২০২৩ ১১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা সদর থানা শাখার সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লবের অকাল মৃত্যুতে এক শোক ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২১ জুলাই) শুক্রবার বিকেল ৫টায় রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠান সদর থানা সভাপতি বিকাশ কুমার সাহার সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার। বিশেষ অতিথি ছিলেন পূজা পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এড. নিমাই চন্দ্র রায়, মহানগর পূজা পরিষদের সহ-সভাপতি অধ্যাপক তারক চাঁদ ঢালী, জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পূজা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু। সদর থানা যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তিলক গোস্বামী, কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের সভাপতি রবার্ট নিক্সসন ঘোষ, সহ-সভাপতি দেবাশিষ রায়, পূজা পরিষদের বিশ্বজিৎ দে মিঠু, রতন কুমার নাথ, সাংবাদিক প্রবীর বিশ্বাস, বাবলু বিশ্বাস, উজ্জ্বল ব্যানার্জী, গৌরাঙ্গ সাহা. অভিজিৎ পাল, অভিজিৎ চক্রবর্ত্তী দেবু, অনিমেষ সরকার রিণ্টু, অভিজিৎ সরকার রাহুল, ভবেশ সাহা, রূপন দে, বাবু শীল, মহাদেব সাহা, সুকুমার সাহা, সুজিত মজুমদার, ভোলানাথ দত্ত, তরুণ রায় শিবু, অলোক কুÐু, ডাঃ শেখর পাল, রামচন্দ্র পোদ্দার, প্রকাশ অধিকারী, এড. উল্লাস কর বৈরাগী, সুরেশ চক্রবর্ত্তী, অলোক দে, রবীন দাস, সুশীল দাস, বাবলা সাহা, প্রকৌশলী গণেশ সিংহ, অশোক দাস, অশোক ঘোষ, নারায়ণ দাস, অজিত বিশ্বাস, বিভূতি সাহা, অমিতাভ ঘোষ, প্রবীর রায়, বিদ্যুৎ নন্দী, পলাশ রায়, সুমন দাস, প্রণব চক্রবর্ত্তী, স্বপন চক্রবর্ত্তী, উজ্জ্বল রায়, মাণিক শীল, রাজু শীল, বিধান রায়, দুলাল সরকার, জয় মÐল, সজল দাস, মিমো দাস, তিন্নি সাহা, শুভ দে, অমিত সাহানি প্রমুখ। প্রয়াত বিপ্লব সাহা লবের পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন বড়দাদা গোবিন্দ সাহা, বৌদি ও ভাইঝিগণ। সভা শেষে তাঁর আত্মার শান্তি ও সদগতি কামনা করে প্রার্থনা করা হয়।
ঊআ-বিএস