ঊষার আলো প্রতিবেদক : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে নগরীর দৌলতপুরের সরকারি-বেসকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক সংগঠনগুলো গভীর ও বিন্রম শ্রদ্ধার বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
শেখ রাসেল স্মৃতি সংসদ, দৌলতপুর : শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে দৌলতপুর থানা আ’লীগের নির্দেশক্রমে ও ৫নং ওয়ার্ড আ’লীগের তত্ত¡বধায়নে আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকালে দৌলতপুরস্থ শেখ রাসেল স্মৃতি সংসদে ৫নং ওয়ার্ড আ’লীগ সভাপতি শেখ মফিজুর রহমান হিরুর সভাপতিত্বে এবং সাঃ সম্পাদক শেখ হারুন অর রশিদ ও শহীদুল ইসলাম সেলিমের যৌথ পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দৌলতপুর থানা আ’লীগের সভাপতি ও বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী। বিশেষ অতিথি ছিলেন নগর আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, থানা আ’লীগ নেতা শাহিন জামাল পণ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, শেখ কামাল উদ্দিন বাচ্চু, হেলাল মুন্সি। এ সময় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, ওয়ার্ড আ’লীগ নেতা রানা পারভেজ সোহেল, শাকিল বিন আলম, আলহাজ্ব শাহ্আলম মাতুব্বর, পংকজ দত্ত, শেখ ইমাম হোসেন রুবেল, মোকলেছুর রহমান, সাংবাদিক এম রুহুল আমীন, সাব্বির আহম্মেদ শাওন, হানিফ ফকির, মোঃ সেলিম শেখ, শামছুল ইসলাম বিদ্যুৎ, এমএ মোতালেব, জাহিদুল ইসলাম, আক্কাস শিকদার, বাশার, শামিম খান, যুবলীগ নেতা সুমন দাস, নজরুল ইসলাম, শেখ পলাশ, রানা চৌধুরী, সৈকত, পলাশ শেখ, আছিব ইসলাম, ইমরান শেখ, ছাত্রলীগ নেতা মামুনুর রহমান, সৈনিক লীগ নেতা শেখ জিহাদসহ আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে কেক কাটেন নেতৃবৃন্দ।
সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়: শহীদ রাসেল দিবস উপলক্ষে সকালে নগরীর দৌলতপুরস্থ সরকারি মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে বৃক্ষরোপণ, রচনা ও কুইজ প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শহীদুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক কানাই লাল বসাক, আশীষ কুমার সরকার, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার মোঃ আশিকুর রহমান, ফিরোজা খানম, উম্মে হাসরাত শারমিন হাসি, মাসুম বিল্লাহ, শাহানাজ মাহমুদ, রীতেশ বিশ্বাস, মাহিনুর রোমান, আঃ মজিদ, সুশীল কুমার। প্রতিযোগীতায় অংশ গ্রহন করা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী শেষে বঙ্গবন্ধু ও তার পরিবার এবং শেখ রাসেলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন মাওলানা আবুল হোসেন আজাদী।
দৌলতপুর মুহসীন মাধ্যমিক বালিকা: শহীদ রাসেল দিবস উপলক্ষে সকালে নগরীর দৌলতপুরস্থ মুহসীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে¡ ও সহকারী শিক্ষক কার্তিক চন্দ্র মন্ডল পরিচালনা সভায় প্রধান অতিথি ছিলেন ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শেখ মফিজুর রহমান হিরু। আমন্ত্রিত অতিথি ছিলেন শিক্ষানুরাগী মিনা জিল্লুর রহমান,শেখ মোঃ আবুল হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান, পাপিয়া খানম, হাসানুজ্জামান, তাওহিদুর রহমান, মোঃ জাকির হোসেন। জন্মদিন পালনের কর্মসূচির অংশ হিসাবে কেককাটা কুইজ প্রতিযোগীতা, বৃক্ষরোপণ, পুরষ্কার বিতরণী, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ কামাল হুসাইন।
মহেশ্বরপাশা কৃষ্ণমোহন উচ্চ বিদ্যালয়: শহীদ রাসেল দিবস উপলক্ষে সকালে নগরীর রেলিগেটস্থ মহেশ্বরপাশা কৃষ্ণমোহন উচ্চ বিদ্যালয়ে কেককাটা, বৃক্ষরোপণ, কুইজ ও শহীদ রাসেলের জীবনীর উপরে রচনা প্রতিযোগীতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দাউদ-অর-রশিদ শাওনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফারহানা আফরোজ খান মিতুলের পরিচালনায় সভায় উপস্থিত সহকারী শিক্ষক এস.এম মোস্তাফিজুর রহমান, মোঃ নাসির উদ্দিন, মাহবুব আক্তার জাহান, অজ্ঞনা সাহা, শিউলি আক্তার, আতিয়া চৌধুরী লিমা, মোঃ হুমায়ূন কবির, স্মৃতি রানী শীল, তাপশ বর্মণ, মজুমদার দেবাশীষ কুমারসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়: শহীদ রাসেল দিবস উপলক্ষে সকালে নগরীর দৌলতপুরস্থ আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধনসহ শিক্ষার্থীদের মধ্যে শহীদ রাসেলকে নিয়ে রচনা প্রতিযোগীতা, উপস্থিত বক্তৃতা, আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এফএম সাইফুজ্জামান মুকুলের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ খন্দকার আঃ হালিমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মনিরুল ইসলাম তরফদারসহ সকল শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন উপস্থিত অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ। একই সাথে প্রতিযোগীতায় অংশগ্রহন করা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলেন অতিথিবৃন্দ।
গ্রীন নারী কল্যান ফাউন্ডেশন গ্রীন নারী কল্যান ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে রাতে নির্বাহী পরিচালক ও দৌলতপুর দিবা-নৈশ কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ছাকেরা বানুর পরিচালনায় শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সকল নারী উদ্যোক্তা , সদস্য ও এলাকার গুনীজন। আলোচনা শেষে সকলের উপস্থিতিতে কেক কাটা হয়।