UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব জলবায়ু অবরোধ কর্মসূচীতে বিশ্বের কাছে ক্ষতিপূরণের দাবী যুবদের

pial
সেপ্টেম্বর ২১, ২০২২ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

শ্যামনগর(সাতক্ষীরা প্রতিনিধি) : বুধবার (২১ সেপ্টেম্বর ২০২২) সকাল ৯:৩০ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় কয়রা উপজেলার দক্ষিণ বেদকাঁশি ইউনিয়নের গোলখালী ক্লোজারে যুব ফোরাম ও দক্ষিণ বেদকাঁশি ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের আয়োজনে বিশ্ব জলবায়ু অবরোধ কর্মসূচী ২০২২ এর অংশ হিসাবে জলবায়ু অবরোধ করা হয়।

উক্ত জলবায়ু অবরোধ কর্মসূচীতে সভাপতিত্ব করেন দক্ষিণ বেদকাঁশি ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য মোঃ রেজাউল করিম গাজী, উপস্থিত থেকে বক্তব্য তুলে ধরেন ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি মোঃ জাফর মোড়ল, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ শাহ আলম গাজী, বীর মুক্তিযোদ্ধা মোঃ বুলবুল তরফদার, যুব ফোরামের জহুরুল ইসলাম‍, রেজাউল করিম প্রমূখ।

অবরোধে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সংকট চরম আকার ধারণ করেছে। আপনারা দেখেছেন প্রতিবছর বেড়িবাঁধ ভেঙে যেয়ে আমাদের হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। তাই আমাদের বাঁচার তাগিদে আমাদেরকে এক হয়ে এই আন্দোলনকে আরো বেগবান করতে হবে।

বক্তারা আরও বলেন, আমরা কয়রা উপকূল বাসী দূর্যোগ হলেই আমাদের পানিতে ঘরবাড়ি সহ সকল সম্পদের ক্ষতি সহ বহু জীবনহানী ঘটে। লবণ পানির অনুপ্রবেশের কারণে মানুষ কঠিন রোগে আক্রান্ত হচ্ছ ও অকালে মারা যাচ্ছে। ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ তার কর্ম হারিয়ে বেকার হয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের কারণে হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে অন্য স্থানে চলে যাচ্ছে। এই সকল ক্ষতি কাটিয়ে ওঠার জন্য বিশ্ব জলবায়ু পরিষদের নেতাদের কাছে ক্ষতিপূরণ দাবি করছি।

(ঊষার আলো-এফএসপি)