UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের অনুষ্ঠানে কনের মৃত্যু, সেদিনই তার বোনের সাথে বরের বিয়ে!

usharalodesk
মে ৩০, ২০২১ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিয়ের অনুষ্ঠান প্রায় শেষের পথে আর মাত্র কিছুক্ষণ পরেই মালাবদল হবে। তখন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন কনে। এরপর কিছুক্ষণ পরই মৃত্যুর কোলে ঢোলে পড়েন। এ ঘটনার পর কনের বোন অর্থাৎ হবু শ্যালিকাকে বিয়ে করে নিলেন বর।

এই বিরল ঘটনাটি ঘটে ভারতের উত্তরপ্রদেশের এটাওয়াতে।

জানা যায়, সমসপুর গ্রামের সুরভীর সাথে বিয়ে হচ্ছিল নাওলি গ্রামের মঙ্গেশ কুমার নামের যুবকের সাথে। তবে মালাবদলের আগেই অসুস্থ হয়ে পড়েন সুরভী। সাথে সাথে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে জানান চিকিৎসকরা।

সুরভীর মৃত্যুতে মুহূর্তের মধ্যেই আনন্দের পরিবেশ পরিণত হয় বিষাদে। এক পর্যায়ে সকলকে অবাক করে মঙ্গেশ প্রস্তাব দেন তিনি সেই দিনই সুরভীর বোন নিশাকে বিয়ে করতে চান এবং পাত্রীপক্ষও সে প্রস্তাবে রাজি হয়ে যায়।

এ প্রসঙ্গে সুরভীর ভাই সৌরভ জানান, ‘আমরা কিছুই বুঝতে পারছিলাম না কী যে করব। পরে দুই পরিবার বসে সিদ্ধান্ত নেয় নিশার সাথে মঙ্গেশের বিয়ে দেওয়ার। এটি একটা অদ্ভুত ঘটনা। যখন আমার এক বোনের বিয়ে হচ্ছে ঠিক তখন পাশের ঘরেই অন্য বোনের মৃতদেহ শোয়ানো আছে।’

কনে বিদায়ের পর পরই সুরভীর শেষকৃত্য করে তার পরিবার।

(ঊষার আলো-এফএসপি)