UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ের দাওয়াত খেতে এসে ব্রিটিশ তরুণী খুন

usharalodesk
মে ৫, ২০২১ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পাকিস্তানে একটি বিয়ের দাওয়াত খেতে এসেছিলেন ব্রিটিশ তরুণী মারিয়া জুলফিকার (২৫)। তবে তিনি আর ব্রিটেনে ফিরে যেতে পারেননি। দু’মাস আগে পাকিস্তানে আসার পর মারিয়া লাহোরে একটি ভাড়া বাসায় উঠেছিলেন। সেখানেই তিনি খুন হন। এ ঘটনায় ২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

মারিয়ার চাচা খুনের ঘটনায় মামলা করেন। তিনি দাবি করেন, মারিয়ার ২ বন্ধু তাকে বিয়ে করতে চেয়েছিল। রাজি না হওয়ায় তারা তার বাসায় মধ্যে ঢুকে মারিয়াকে হত্যা করে। কয়েকদিন আগেই মারিয়া এ বিষয়ে তাদের কাছে অভিযোগ জানিয়েছিল। প্রাথমিক ময়নাতদন্ত প্রতিবেদনে দেখা যায়, মারিয়ার দেহে গুলির চিহ্ন আছে। এছাড়াও তার দেহে আঘাতের আলামতও পাওয়া যায়।

পুলিশ কর্মকর্তা কাশিম এই প্রসঙ্গে জানান, মারিয়ার কাঁধে বুলেটের আঘাতের চিহ্ন পেয়েছি আমরা। তবে ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরই বিস্তারিত জানা যাবে। এখন পর্যন্ত আমরা দু’জনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছি।

মারিয়া জুলফিকার যুক্তরাজ্যের ফেলথাম শহরের একজন বাসিন্দা। তিনি মিডেলসেক্স ইউনিভার্সিটিতে আইন বিষয়ে শিক্ষার্থী ছিলেন।

(ঊষার আলো-এফএসপি)