UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের পরদিন যুবকের আত্মহত্যা, আগেও খুন হন তাঁর বাবা

koushikkln
ডিসেম্বর ২৩, ২০২২ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

আবুল হোসেন বাবু মোল্লা, তেরখাদা: তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের আরকান্দি এলাকায় নববিবাহিত যুবক কীটনাশক পান ও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় আরকান্দি এলাকার মৃত বারিক মোল্লার ছেলে রিক্সাচালক বশির মোল্লা(৩০)গত বৃহস্পতিবার সন্ধ্যা রাতে পাশের বাড়ি আলম মোল্লার মেয়ে রীতার সাথে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়েছিল। রাত্রে শ্বশুর বাড়িতে অবস্থান করে, সকালে শ্বশুর বাড়ি থেকে বের হন। কিন্তু সারাদিনে শ্বশুরবাড়িতে আর ফিরে যাননি। এ অবস্থায় শ্বশুরবাড়ির লোকজন ও বাড়ির স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।  একপর্যায়ে শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত সাতটার সময় বশির মোল্লার বসত ঘরের জানালার ফাঁক দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাযন। পরে এলাকাবাসী ও স্বজনরা ঘরের বারান্দার গেটের উপরের বেড়া ভেঙে ঘরের ভিতরে ঢুকে বশির মোল্লার লাশ নিচে নামান। ঘটনার খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনী লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
ধারণা করা হচ্ছে শুক্রবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে যেকোনো সময় তিনি আত্মহত্যা করতে পারেন। তেরখাদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহুরুল আলম বলেন লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য,  আত্মহত্যাকারী যুবক বশির মোল্লার পিতা মৃত বারিক মোল্লার লাশ বিগত দিনে ভুতিয়ার বিল থেকে উদ্ধার করা হয়। ওই ঘটনায় একটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে।