UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বেসরকারী জুট মিল শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি 

koushikkln
নভেম্বর ২৮, ২০২২ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন মহসেন, আফিল,জুট স্পিনার্স, সোনালী, এ্যাজাক্স জুট মিলস ও হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবীতে পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার (২৮ নভেম্বর) সকাল ১০ টায় খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন ।

স্মারকলিপিতে সংগঠনটি উল্লেখ করেন দির্ঘ ৯ বছর মহসেন মিলটি বন্ধ হলেও মহসেন জুট মিলের মালিক শ্রমিকের পাওনা পরিশোধ করেনি , আফিল ও জুট স্পিনার্সের মালিক সুগভীর ষড়যন্ত্রের মাধ্যমে শ্রমিকদেরকে জোরপুর্বক নামমাত্র কিছু টাকা দিয়ে সাক্ষর করে নিয়েছে , এছাড়া সোনালী ও এ্যাজাক্স জুট মিলের শ্রমিকরা তাদের চুড়ান্ত পাওনা না পেয়ে চরম মানবেতর জীবন যাপন করছে , পাশাপাশি শিরোমনি শিল্প এলাকার হুগলী বিস্কুট কোঃ শ্রমিকদের চুড়ান্ত পাওনা অতিদ্রত পরিশোধ করার দাবি জানান। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী , শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এমপির হস্তক্ষেপ কামনা করা হয় স্মারকলিপি থেকে।

উপস্থিত ছিলেন ব্যক্তিমালিকানাধিন পাট,সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মোঃ আমজাদ হোসেন , সাধারণ সম্পাদক খান গোলাম রসুল , বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী , ক্বারী আছহাব উদ্দিন, সোনালী জুট মিলের শ্রমিক নেতা সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, ফারুক হোসেন, বাবুল হোসেন , লুৎফর রহমান, মোকছেদ শেখ, চান মিয়া, সাংবাদিক মিহির রজ্ঞন বিশ^াস, আফিল জুট মিলের শ্রমিক নেতা নিজামউদ্দিন, শিরোমনি হুগলী বিস্কুট কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, এছাড়া আগামি ২ ডিসেম্ভর শুক্রবার বিকাল ৩ টায় ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে শ্রমিক জনসভা থেকে নতুন কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।