UsharAlo logo
রবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বয়রা মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা 

koushikkln
আগস্ট ২০, ২০২২ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীর বয়রা মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা-২০২২ গতকাল শনিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ৬৯ জন শিক্ষার্থী বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে। উপস্থাপিত প্রজেক্ট বিবেচনায় ১৩ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শেখ হাসান ইফতেখার চালু। এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দিলীপ কুমার পাল, সহকারী শিক্ষক ও খুলনা মহানগর মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের সভাপতি এম এ ওহাব বুলবুল, বিজ্ঞান শিক্ষক সরস্বতী রাণী ভাদুড়ী ও নুরুন্নাহার বেগম, সহকারী শিক্ষক উম্মে সাহারা, আশীষ কুমার দাশ, মোঃ রুবায়েত হোসেন, মোঃ রফিকুল ইসলাম, খাদিজা রহমান, মনোরঞ্জন সরদার, স্বপ্না পারভীন, মরিয়ম খাতুন, আফ্রিনা সুলতানা ও মোঃ আশেক বিল্লাহ উপস্থিত ছিলেন।
বিজ্ঞান মেলায় ১ম স্থান অর্জন করে ১০ম শ্রেণির শিক্ষার্থী মোঃ নোমান মাঝি, ২য় স্থান অর্জন করে মোঃ খায়রুল গাজী, যৌথভাবে ৩য় স্থান অর্জন করে শুভ দাশ ও শুভ কুন্ডু।