পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার অবৈধ টালি কারখানা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার হরিঢালী-কপিলমুনি সংলগ্ন এলাকায় প্রধান সড়কের পাশে অবাধে গড়ে ওঠে বেশ কয়েকটি টালি কারখানা।
এসব টালি কারখানায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় একদিকে যেমন উজাড় হয়ে যাচ্ছিল এলাকার গাছ-পালা।
অপরদিকে কারখানার আশে পাশের কৃষি ফসল উৎপাদন ব্যাহত হচ্ছিল। এছাড়া কারখানার কালো ধোঁয়ায় চরম স্বাস্থ্য ঝুঁকি দেখা দেয়। এসব কারখানার পরিবেশ অধিদপ্তর সহ কোন দপ্তরের কোন লাইসেন্স নাই। সম্পূর্ণ অবৈধভাবে নিয়মনীতি তোয়াক্কা না করে কারখানা গুলো পরিচালিত হয়ে আসছিল।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্কেভেটর মেশিন দিয়ে হরিঢালী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার একটি টালি কারখানা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের নির্দেশনায় টালি কারখানার বিরুদ্ধে পরিচালিত কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন।