UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভৈরব সেতু নির্মাণের স্থান পরিদর্শন শ্রম প্রতিমন্ত্রী ও সিটি মেয়রের

koushikkln
এপ্রিল ৬, ২০২১ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : মহানগরীর দৌলতপুরস্থ ভৈরব সেতু নির্মাণের জন্য নির্বাচিত স্থানসমূহ পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসি’র মেয়র¡ তালুকদার আব্দুল খালেক। মঙ্গলবার (০৬ এপ্রিল) সকাল ১০ টায় তাঁরা সেতু নির্মাণ এলাকার মানুষের সাথে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, ভূমি অধিদপ্তরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুল আলম, সওজ, সড়ক ও জনপথ খুলনা বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ, কেসিসি’র প্রধান প্রকৌশলী মোঃ এজাজ মোর্শেদ চৌধুরী, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মোঃ সাবিরুল আলম, কেসিসি’র নির্বাহী প্রকৌশলী মোঃ লিয়াকত আলী খান, হোসেন, বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার উপ-মহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের প্লানিং অফিসার মোহাম্মদ তানভীর আহমেদ, দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম, সওজ খুলনা সার্কেলের তত্ত্ববাধায়ক প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন, থানা আ’লীগের যুগ্ম-সম্পাদক এম সেলিম, ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ, আকাংখা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহাবুব রহমান, আবুল হোসেন কার্ফুসহ আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।