UsharAlo logo
সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভোট দিল দু’মেম্বার প্রার্থী একে অপরকে

usharalodesk
জুন ২১, ২০২১ ১১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বানারীপাড়া প্রতিনিধি : দেশের নির্বাচনী ইতিহাসে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা যেখানে সংঘাত-সংঘর্ষে জড়িয়ে চির শত্রুতার সৃষ্টি করে একে অপরের মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ করে দেন সেখানে বরিশালের বানারীপাড়ায় ইউপি নির্বাচনে দু’ প্রতিদ্বন্দ্বি মেম্বার প্রার্থী একে অপরকে ভোট দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী সুধীর রায় প্রতিদ্বন্দ্বি প্রার্থী আঃ রহমানের মোরগ প্রতীকে এবং আ. রহমান প্রতিদ্বন্দ্বি প্রার্থী সুধীর রায়ের আপেল প্রতীকে ভোট দেন। তারা একত্রে গলা ধরাধরি করে কেন্দ্রে প্রবেশ করে প্রকাশ্যে একে অপরকে ভোট দেন। এছাড়া দুপুরে তারা একত্রে বসে খাবার খান এবং ভোট গ্রহণের পুরোটা সময় তারা স্কুল মাঠে পাশাপাশি চেয়ারে বসে ভোটারদের ইশারায় আকৃষ্ট করার চেষ্টা করেন। তাদের উদারতার এ বিষয়টি ভোটারদের মাঝে বেশ সাড়া ফেলে। দুু’জনই তাদের জয়ের ব্যপারে শতভাগ আশাবাদী ছিলেন। কিন্তু বেলা শেষে ভোট গননার পরে প্রতিদ্বন্দ্বি আ. রহমানের চেয়ে ১০৬ ভোট বেশী পেয়ে সুধীর রায় দ্বিতীয় বারের মতন বিজয়ের হাসি হাসেন।
(ঊষার আলো-এমএনএস)