UsharAlo logo
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভোলা-বরিশাল রুটের লঞ্চ চলাচল স্বাভাবিক

usharalodesk
নভেম্বর ৬, ২০২২ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : টানা চারদিন বন্ধ থাকার পর ভোলা-বরিশাল নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। রোববার (৬ নভেম্বর) সকাল ৬টা থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।লঞ্চ মালিক সমিতি অঘোষিত ধর্মঘট প্রত্যাহারের পর লঞ্চ চলাচল স্বাভাবিক হলো।  এছাড়া দুইদিন বন্ধ থাকার পর বাস চলাচলও শুরু হয়েছে।

এতে দক্ষিণাঞ্চলে মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। সকাল থেকে লঞ্চঘাটগুলোতে ভিড় জমিয়েছেন যাত্রীরা।এর আগে গতকাল শনিবার (৫ নভেম্বর) দুপুর থেকে একই রুটে বাস এবং বিকেল সাড়ে ৩টা থেকে স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়।ভেদুরিয়া লঞ্চ ঘাটে, গন্তব্যমুখী যাত্রীদের ভিড় দেখা গেছে।

যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে যাচ্ছে লঞ্চ-স্পিডবোট। একইভাবে বরিশাল থেকে ভোলার ভেতুরিয়া ঘাটে ভিড়ছে লঞ্চ।ভেদুরিয়া ঘাটের ইজারাদার প্রতিনিধি মাইনুদ্দিন বলেন, সকাল থেকেই লঞ্চ চলাচল শুরু হয়, তবে তুললনামূলক যাত্রী কম। বেলা বাড়লে যাত্রী আরও বাড়তে পারে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিএ) সহকারী পরিচালক শহিদুল ইসলাম বলেন, সকাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। স্বাভাবিক হয়ে উঠছে নৌপথ।গত বৃহস্পতিবার থেকে লঞ্চ-স্পিডবোট ও শুক্রবার সকাল থেকে বাস ধর্মঘট ডাক দেওয়া হয়েছিল। পূর্ব ঘোষণা ছাড়া ধর্মঘটের ডাক দেওয়ায় বিপাকে পড়েছিলেন যাত্রীরা।

ঊষার আলো-এসএ