খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অফিসার এসোসিয়েশনের বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে মোঃ মঈনুল হক এবং সাধারণ সম্পাদক পদে বাদশা মোঃ হাুেন নির্বাচিত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজ কাম ক্লাব ভবনে অফিসার এসোসিয়েশনের কার্যালয়ে বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে সহকারী রেজিস্ট্রার মোঃ মঈনুল হক এবং সাধারণ সম্পাদক পদে প্রিন্সিপ্যাল টেকনিক্যাল অফিসার বাদশা মোঃ হারুন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে এস এম সাইফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মোঃ শহীদুল্লাহ আযম, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ রফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক পদে মোঃ কামরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মোঃ মেহেদী ইসলাম এবং সদস্য পদে জি.এম. মাহফুজুর রহমান, মোঃ মোস্তাফিজুর রহমান, সাদেক হেসেন প্রামানিক নির্বাচিত হয়েছে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াত এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ জোহুর-উজ-জামান, মিজানুর রহমান, মোঃ মশিউর রহমান ও মোঃ আব্দুল বাতেন।
ঊ/আ-এইচআর