UsharAlo logo
শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মণিরামপুরে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন

usharalodesk
মে ৩০, ২০২১ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মেহেদী হাসান, মণিরামপুর : যশোরের মণিরামপুরের রাজগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভ ও উন্মুক্ত অডিটোরিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। রোববার (৩০ মে) বিকেলে রাজগঞ্জ বাজারে একাজের উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী।
প্রধান অতিথি বলেন, ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট গঠনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই রাজগঞ্জ বাজারে এসেছিলেন। তখন তিনি জনতার উদ্দেশে ২০ মিনিট বক্তব্য রাখেন। বঙ্গবন্ধুর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি স্মৃতিস্তম্ভ। সবার দাবিপূরণে তিনি যে স্থানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলেন সেই স্থানে স্মৃতিস্ত¤নির্মাণ করা হচ্ছে। একাজে সবার সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী।
মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, এলজিইডি যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান, চালুয়াহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, মশ্মিমনগর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, অ্যাডভোকেট বসির খান, অধ্যক্ষ আব্দুল লতিফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলাউদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার কওসার আলী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

(ঊষার আলো-এমএনএস)