UsharAlo logo
শুক্রবার, ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

মশিয়ালীতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলা:যুবক আটক

koushikkln
জুলাই ২১, ২০২২ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : নগরীর খানজাহান আলী থানা এলাকায় এক গৃহবধূকে শ্লীতাহানির অভিযোগে রাজিব শেখ (৩০) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২০ জুলাই) সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটক রাজিব শেখ খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামের মোঃ লোকমান শেখের ছেলে। এ ঘটনায় বুধবার খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই গৃহবধূ।

থানায় দায়েরকৃত এজাহার সুত্রে জানা যায় , ২০ জুলাই সকাল ৯ টা ৪০ মিনিটে অভিযুক্ত রাজিব মামলার বাদী গৃহবধূর বসতবাড়িতে যায়। সেখানে সে কৌশলে তার শয়ন কক্ষে ঢুকে পড়ে ভিতর থেকে দরজা লাগিয়ে জোরপুর্বক ধর্ষণ চেষ্টা চালায়। এক পর্যায়ে সে বাদিকে ছুরি বের করে হত্যার হুমকি দেয় , এ সময় বাদি প্রাণে বাঁচার জন্য আসামির নিকট কাকুতি মিনতি করে, তাতেও তার মন গলেনি সে বাদির স্পর্শকাতর স্থানে হাত দেয় ও ধর্ষণের চেষ্টা চালায়। বাদী কৌশলে দরজা খুলে প্রতিবেশি কওসার মোড়লের বাড়িতে আশ্রয় নেয়।

খানজাহান আলী থানার ওসি মো. কামাল হোসেন খান জানান, গৃহবধূকে ধর্ষণের চেষ্টার ঘটনায় ভুক্তভোগি নিজেই বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে যার নং ১২ তাং ২০/০৭/২২ ইং। এ অভিযোগে রাজিব নামের ওই যুবককে আটক করা হয়েছে। আটককৃত রাজিবের বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ মোট ৪টি মামলা রয়েছে।
এলাকাবাসী জানান, অভিযুক্ত রাজিব স্কুল কলেজের শিক্ষার্থীসহ রাস্তাঘাটের মেয়েদের বিভিন্ন সময়ে ইভটিজিং করতো এবং বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত।