UsharAlo logo
বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মহানগর ইসলামী আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঊষার আলো
জানুয়ারি ২৮, ২০২৩ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

খবর বিজ্ঞপ্তি : ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ অনুষ্ঠান শনিবার (২৮ জানুয়ারী) বিকালে নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

আগামী ২০২৩-২০২৪ সেশনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের ৩৫ সদস্য বিশিষ্ট মজলিশে আমেলা ও ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।

দলের নগর উপদেষ্টারা হলেন মাওলানা আব্দুল মজিদ, মুফতি গোলামুর রহমান, মাওলানা শেখ আব্দুল্লাহ, মুফতি মাহবুবুর রহমান, মাহতাব উদ্দিন, শোয়েবুর রহমান, আব্দুল হাকিম, এস এম ফরহাদ হেসেন, হুমায়ুন কবির, আবু মোঃ বেলাল।

মজলিশে আমেলায় রয়েছেন যারা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, সহ সভাপতি মুফতি আমানুল্লাহ, সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি আবু তাহের, সেক্রেটারী মুফতি ইমরান হুসাইন, জয়েন্ট সেক্রেটারী আবু গালিব, এসিস্টেন্ট সেক্রেটারী মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, দপ্তর সম্পাদক ক্বারী আব্বাস আমীন, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ হুমায়ুন কবির, প্রশিক্ষণ সম্পাদক মুফতী আমিরুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আবুল কাশেম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন মল্লিক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট কামাল হোসেন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুফতি ইলিয়াস হোসেন মাঞ্জুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শফিউল ইসলাম, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জি এম গোলাম কিবরিয়া, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক সারোয়ার হোসেন বন্দ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুল লতিফ, সহ সাংগঠনিক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম, সহ দপ্তর সম্পাদক এইচ এম আরিফুল ইসলাম, সহ প্রশিক্ষণ মুফতী মইনুল ইসলাম, সদস্য শেখ হাসান ওবায়দুল করিম, মাষ্টার মঈন উদ্দিন ভুইঁয়া, মাওলানা হাফিজুর রহমান, এস এম আবুল কালাম আজাদ, আলহাজ্ব মারুফ হোসেন, হাফেজ খায়রুল ইসলাম, ক্বারী জামাল হোসেন, কাজী তোফায়েল হোসেন।

পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দলের নায়েবে আমীর ও খুলনা মহানগরের নবগঠিত সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, পরে নতুন কমিটির শপথ পাঠ করান।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারী দলের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম সম্মেলনের মাধ্যমে নগর কমিটির সভাপতি হিসেবে আব্দুল আউয়াল, সহ-সভাপতি মুফতী আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন ও সেক্রেটারী হিসেবে মুফতী ইমরান হোসাইনের নাম ঘোষণা করেন।