UsharAlo logo
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে খুলনায় লিফলেট বিতরণ

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২৩ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

৭ জানুয়ারি ডামী ভোটের খেলা বর্জন, ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকতে, সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল ও অন্যান্য প্রদেয় স্থগিত রাখতে, ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম বিধায় ব্যাংকে লেনদেন যথাসম্ভব এড়িয়ে চলতে ও রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা ও গায়েবী মামলায় অভিযুক্তগণ মামলায় হাজিরা দেয়া থেকে বিরত থাকার আহবান জানিয়ে বিএনপির চলমান ডামি নির্বাচন বর্জন এবং অবৈধ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের আহ্বানে খুলনায় সাড়ে ৩লাখ  প্রচারপত্র বিতরণ করেছে বিএনপি। দুই দফায় দলটি খুলনা মহানগরী ও জেলার বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডে এসব লিফলেট বিতরণ করেন বলে দলের মিডিয়া সেল জানিয়েছে।

বিএনপি মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন জানান, জনগণের আন্দোলনের ফলে দেশে সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে ওইসব অসহযোগিতায় ক্ষতিগ্রস্থগণ যথাযথ ক্ষতিপূরণ এবং সুবিচার পাবেন। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিএনপির অনেকে জীবন দিয়েছেন, গুম হয়েছেন, বন্দী ও আহত হয়েছেন। কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই চলছে ও চলবে। জনগণের গণতান্ত্রিক আন্দোলন ও লড়াইয়ের বিজয় অবশ্যম্ভাবী ও অনিবার্য।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু বলেন, দেশের কৃষকগণ তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায়না অথচ প্রতিদিনই কৃষি ও ভোগ্যপণ্যের দাম বাড়ছে। শ্রমিকেরা ন্যায্য মুজুরী পায়না অথচ প্রতিবাদ করলেই রাজপথে তাদের রক্ত ঝড়ছে। ক্ষুদ্র ব্যাবসায়ীরা নিঃস্ব হয়ে যাচ্ছে। প্রবাসে শ্রমিকদের দুঃসময়ে পাশে দাঁড়ানোর কেউ নেই। অথচ এরাই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এবং রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের প্রধান শক্তি। কিন্তু গণতন্ত্র না থাকলে সংখ্যাগরিষ্ঠের কোন মূল্য থাকেনা বলেই এদের আজ কোন মূল্য নেই।

আমরা গণতন্ত্র চাই এই সংখ্যাগরিষ্ঠ এবং দুস্থ মানুষের মূল্য নিশ্চিত করতে। আগামী ৭ জানুয়ারি নির্বাচনের নামে যে খেলার আয়োজন করা হচ্ছে তা শুধুই সরকারের অবৈধ ক্ষমতার মেয়াদ বৃদ্ধির জন্য। এই নির্বাচনের সরকারবিরোধী কোন রাজনৈতিক দল অংশ নিচ্ছে না। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের গণদাবীকে জোর করে উপেক্ষা করার ফলে এই নির্বাচনে জনগণের কোন আগ্রহ নেই।

গণতান্ত্রিক বিশ্ব এমন একতরফা নির্বাচনী প্রহসনের অশুভ পরিণাম নিয়ে উৎকণ্ঠা ও সতর্কতা জানিয়েছে। কিন্তু ক্ষমতাসীন অবৈধ সরকার জাতীয় সংসদের কিছু আসন তাদের দূর্ণীতি-অনাচারের অংশীদার অনুগত দলগুলোকে অনুদান হিসেবে দিয়ে তথাকথিত প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠানের তামাশা করতে যাচ্ছে। এই লক্ষ্যে তারা কিছু ডামী প্রার্থীকে নির্বাচনে রেখে এক নতুন হাস্যকর দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে।

মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেন, সত্যিকারের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ন্যায্য দাবীর প্রতি অটল থেকে এই আসন ভাগাভাগির তামাশাপূর্ণ ডামী নির্বাচন বর্জন করার আহবানেই প্রচারপত্র বিলি করা হয়েছে। জনগণের অংশগ্রহণ ছাড়া নির্বাচন সফল হবেনা। তিনি বলেন, শীঘ্রই জনগণের অংশগ্রহণে একটি অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যে অবৈধ সরকার জনমতের বিরুদ্ধে নির্বাচনের নামে তামাশা করতে যাচ্ছে- সেই সরকারকে সহযোগীতা করা কোন দেশপ্রেমিক গণতন্ত্রকামী নাগরিকের জন্য উচিত হতে পারেনা বলেই এই মুহুর্ত থেকে এই অবৈধ সরকারকে অসহযোগীতা করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান তিনি।

প্রচারপত্র বিলি: বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সদর থানা বিএনপি নগরীতে প্রচারপত্র বিলি করেছেন। সদর থানায় আহবায়ক কে এম হুমায়ুন কবীর ও সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ এর নেতৃত্বে নগরীর রেলওয়ে মার্কেটে প্রচারপত্র বিলি করা হয়। এসময় উপস্থিত ছিলেন শেখ আবু সাঈদ, সিরাজুল ইসলাম লিটন, আলতাব খান,  মাসুদ খান, এ কে এম সেলিম,  সালাউদ্দিন মোল্লা বুলবুল,  মঞ্জুর আলম,  মোল্লা নুর ইসলাম,  জাহাঙ্গীর হোসেন, শেখ মনিরুজ্জামান মনির,  নওগাতুল আলম সগীর,  মোহাম্মদ  মেশকাত আলী,  মাকসুদুল হক হারুন,  আল মামুন বাপ্পি,  মোহাম্মদ আসলাম হোসেন, মোঃ জাহিদ হাসান,  আরিফুল ইসলাম প্রমূখ। এছাড়াও খালিশপুর থানা ও খানজাহান আলী থানা বিএনপি, মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস ও মহিলাদল নগরীতে প্রচারপত্র বিলি করেছেন।