UsharAlo logo
সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

মহানগর বিএনপি’র ত্রাণ কমিটির সভা : বিভিন্নস্থানে সদস্য সংগ্রহ

koushikkln
জুন ২৮, ২০২২ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : উত্তরাঞ্চলের বন্যার্ত মানুষের সহায়তা এগিয়ে আসার জন্য খুলনা মহানগর বিএনপির নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন মহানগর আহবায়ক শফিকুল আলম মনা। মঙ্গলবার (২৮ জুন) দুপুর ১২টায় বিএনপি দলীয় কার্যালয়ে মহানগর বিএনপি’র ত্রাণ কমিটির সভায় তিনি এ আহবান জানান। তিনি বলেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে ত্রান কমিটির কাছে সহায়তার টাকা প্রদান করা যাবে। ত্রান কমিটির সভায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিন, যুগ্ম-আহ্বায়ক স.ম আব্দুর রহমান, সৈয়দা রেহেনা ঈসা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, ত্রাণ কমিটির সদস্য সচিব ও মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ প্রমুখ।

৯ নং ওয়ার্ড বিএনপির তথ্য সংগ্রহ 

নগরীর খালিশপুর থানার ৯নং ওয়ার্ড বিএনপির সদস্যদের মাঝে প্রাথমিক সদস্য ও তথ্য সংগ্রহ ফরম বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন (২৮ জুন) মঙ্গলবার বিকেলে
বাস্তহারা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক
টিম প্রধান ও মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজী মোঃ রাশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা, বিশেষ অতিথি, সদস্য সচিব মো. শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ তারিকুল ইসলাম জহির। সাংগঠনিক টিমের সদস্য সচিব ও মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক স.ম.আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, শাহিনুল ইসলাম পাখি, আরিফ ইমতিয়াজ খান তুহিন, বিপ্লবুর রহমান কুদ্দুস, হাবিব বিশ্বাস, হাসান উল্লাহ বুলবুল, অ্যাডভোকেট মো. আলী বাবু, কাজী শাহ নেওয়াজ নিরু, ফারুক হিল্টন, আজিজা খানম এলিজা, মহিলা দলের সাধারণ সম্পাদক এ্যাড কানিজ ফাতেমা আমিন, বিএনপি নেতা মোঃ ইউনুস আলী, মোঃ ইকবাল হোসেন, গোলাম মোস্তফা ভুট্টো, শেখ আব্দুল হালিম, যুবদল নেতা রবিউল ইসলাম রুবেল, মোঃ মাহবুব হোসেন, স্বেচ্ছাসেবক দলের ইউসুফ মোল্লা, মোঃ মোতালেব হোসেন, মহিলা দলের আনজিরা খাতুন, নিঘাত সীমা, শাহানাজ সরোয়ার, পাপিয়া রহমান পারুল, সালমা খাতুন, লুবনা আক্তার বিউটি, মিসেস মনি আক্তার, জুলেখা বেগম, ফরিদা ছন্দা ও ছাত্রদল নেতা মোঃ হানিফ
আকাশ প্রমুখ।

খানজাহান আলী থানা বিএনপির  সদস্য ফরম সংগ্রহ শুরু

খানজাহান আলী থানা বিএনপির নেতাকর্মীদের মাঝে প্রদত্ত ফরম সংগ্রহ শুরু
হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) বিকাল ৫ ঘটিকায় ফুলবাড়িগেট খানজাহানআলী থানা বিএনপির কার্যালয়ে যোগীপোল ইউনিয়ন বিএনপি এবং ২নং ওয়ার্ড (কেসিসি) ও আটরা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের তথ্য সংগ্রহ ফরম গ্রহন করা হয়। থানা বিএনপির সাংগঠনিক টিম প্রধান শ্রমিক নেতা আবুল কালাম জিয়া এর সভাপতিত্বে ফরম সংগ্রহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কাজী মিজানুর রহমান, আবু সাঈদ হাওলাদার আব্বাস, শেখ আলমগীর হোসেন, মোঃ এমদাদ হোসেন, আবুল কালাম আজাদ, শেখ মিজানুর রহমান, রুমি শিকদার, শফিকুল ইসলাম, মোল্যা সোহাগ হোসেন, মুন্সী আজমল হোসেন, মোল্লা সোহরাব হোসেন, রফিকুল ইসলাম রফিক, রেশমি সুলতানা, মীর শওকত হোসেন, কামরুল ইসলাম, বেল্লাল হোসেন, শাহজাহান শেখ, বিল্লাল হোসেন, মোঃ শহিদুল ইসলাম সোহেল, মাসুম খান, আল মামুন জুয়েল, মোঃ হাসান বেগ, মাসুম বিল্লাহ, জুয়েল হাওলাদার, মোঃ জসিম, মোঃ জসিম শেখ, জুম্মান, ইমতিয়াজ আহমেদ শুভ, মোঃ রাকিব রায়হান প্রমূখ।