UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মহিলা দলের সাধারণ সম্পাদক আটক, দাবি রিজভীর

ঊষার আলো
নভেম্বর ৬, ২০২২ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বরিশালে বিএনপির সমাবেশ শেষে শনিবার (৫ নভেম্বর) মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ লঞ্চে ঢাকার সদরঘাটে পৌঁছালে র‌্যাব-৩ এর একটি টিম এসে তার গাড়ি আটক করে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এরপর তাকে র‍্যাবের কার্যালয়ে নিয়ে যায়। সুলতানা আহমেদ এখন র‌্যাব-৩ এর কার্যালয়ে।

রোববার (৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী। বিএনপির সিনিয়র এ নেতা বলেন, এ ঘটনা শুধু অমানবিকই নয়, একজন নারী নেত্রীর প্রতি চরম অবমাননা।

দেশে শুধু বিরোধী দলীয় পুরুষ নেতাকর্মীরাই নয়, নারী নেত্রীরাও সরকারি আক্রোশ থেকে রেহাই পাচ্ছে না বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, দেশে শিশু-বৃদ্ধ-নারী-পুরুষ প্রত্যেকেই ভয়ানক ভয়ের পরিবেশের মধ্যে দিনযাপন করছে। সরকারের অপকর্মের বিরুদ্ধে সত্য উচ্চারণের কারণে যে কেউ মারাত্মক সরকারি জুলুমের মধ্যে পড়তে পারে। মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সেই জুলুমেরই শিকার হয়েছেন।

ঊষার আলো-এসএ