ঊষার আলো ডেস্ক : কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১১ জনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ২০৫ পিস ইয়াবা এবং ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
কেএমপি সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১/২ দক্ষিণ টুটপাড়া বাইতুল আমান মহলল্লার মোঃ মোজাম্মেল হোসেন এর পুত্র আব্দুল্লাহ আল মামুন ওরফে সৌরভ (২১), ২৯ টিবি ক্রস রোডের মৃত: মুরাদ ফকির এর পুত্র পারভেজ ফকির (২৮), জোড়াগেট মন্টুর কলোনীর মোঃ বাবুল শেখ এর পুত্র মোঃ জুম্মান শেখ (২১), ফরিদপুর জেলার ভাংগা থানার বাকপুরা গ্রামের মোঃ ইমান আলীর পুত্র মোঃ সাইফুল ইসলাম ওরফে ইমন ওরফে ঝন্টু (২৭), যশোর জেলার পালবাড়ী মোড়ের মোঃ সাইফুল ইসলামের স্ত্রী মোছাঃ পূর্ণিমা শেখ বর্ণা (২০), ফরিদপুরের ভাঙ্গা থানার বাকপুরা গ্রামের হেদায়েত মোল্লার পুত্র মোঃ মইনুদ্দিন মোল্যা (২৯), তেরখাদার পূর্ব কাটেঙ্গা গ্রামের মৃত নাজির হোসেনের পুত্র মোঃ নজরুল হোসেন রনি (৩২), একই থানার ইখড়ি গ্রামের মৃত সেলিম হাওলাদারের পুত্র মোঃ সোহাগ হাওলাদার (২৫), ণবলচরা থানার কৃষ্ণনগর চড়া গ্রামের মাগরিব গাজীর পুত্র মোঃ সাইফুল গাজী (২৭), খালিশপুর থানার হাউজিং বাজার এলাকার মোঃ ফজলুল হাওলাদার এর পুত্র মোঃ সোহাগ হাওলাদার (৪০) এবং লবণচরা থানার হোগলাডাঙ্গা মোড়ের মৃত কুদ্দুস শেখের পুত্র মোঃ খোকন শেখ (৩৮) কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৮টি মাদক মামলা রুজু করা হয়েছে।
(ঊষার আলো-এমএনএস)