UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদক মামলায় মা-মেয়ের কারাদণ্ড

koushikkln
সেপ্টেম্বর ১৫, ২০২১ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় মা ও মেয়েকে কারাদণ্ড দিয়েছেন আদালত। মা মোসা. নুরজাহান বেগমকে ৩ বছর কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা এবং মেয়ে মোসা. আছমা আক্তারকে ৫ বছর কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানার দণ্ড দেওয়া হয়।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর আদালতের অতিরিক্ত দায়রা জজ এসএম নূরুল ইসলাম  এ আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৪ অক্টোবর মঠবাড়িয়া পৌরসভার দক্ষিন মিঠাখালী স্লুইচ গেট সংলগ্ন রত্তন হাওলাদারের ভাড়া বাসার সামনে থেকে তার স্ত্রী মোসা. নুরজাহান বেগম ও মেয়ে মোসা. আছমা আক্তারকে ৫ শত পিস ইয়াবাসহ আটক করে মঠবাড়িয়া থানা পুলিশ।
পরে ওই দিনই তাদের নামে মঠবাড়িয়া থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলাটি আদালতে পাঠানো হয়।  মামলায় নুরজাহান বেগম ও আছমা আক্তারের বিরুদ্ধে করা অভিযোগ প্রমাণিত হলে এ দন্ড দেয় আদালত