UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মানুষের অধিকার ফিরিয়ে দেয়াই মূল সংস্কার: তারেক রহমান

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ৫, ২০২৪ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পতিত স্বৈরাচারী সরকারের ‘অধিকার ডাকাতি’ করেছে, মানুষের সেই অধিকার ফিরিয়ে দেওয়াই আসল সংস্কার।

মঙ্গলবার বিকালে যশোরে বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও মন্তব্য করেন, স্বৈরাচারের প্রধান ব্যক্তির বিদায় হলেও তার প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

যশোর শহরের টাউন হল মাঠে আয়োজিত এই স্মরণসভায় বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় জনগণের উপস্থিতি ছিল নজরকাড়া। সকাল থেকেই নেতাকর্মীরা সভাস্থলে আসতে শুরু করেন এবং বিকাল ৩টায় সভা শুরু হয়।

এ সময়, যশোরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তরিকুল ইসলামের স্মৃতিচারণ করেন এবং তার অবদানে ধন্য হন। শহরের উন্নয়নে তার ভূমিকা বিশেষভাবে উল্লেখ করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, ‘স্বৈরাচারের সন্ত্রাসী শাসন শেষ হলেও, সেই শাসনের অবশিষ্ট প্রেতাত্মারা এখনও রাজনীতির ক্রান্তিকালে নিজেদের অবস্থান ধরে রেখেছে। আমাদের লক্ষ্য সেই অধিকার পুনরুদ্ধার করা যা এই সরকার মানুষের কাছ থেকে ছিনতাই করেছে।’

তিনি আরও বলেন, ‘যতদিন মানুষের অধিকার ফিরিয়ে না দেওয়া যায়, ততদিন এই সংস্কারের পথ চলতে হবে।’ স্মরণসভায় যশোরের ৮ উপজেলা থেকে বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।